শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
Swadeshvumi
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভাঙছে আবারও তাহসানের ঘর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভাঙছে আবারও তাহসানের ঘর
২৫ বার পঠিত
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাঙছে আবারও তাহসানের ঘর

---

বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দাম্পত্য জীবনে ফের ভাঙনের সুর। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছরেরও কম সময়ের সংসারে বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান। তিনি জানান, কয়েক মাস ধরেই তারা একসঙ্গে নেই।

তাহসান বলেন,‘খবরটি সত্য। আমরা কয়েক মাস ধরে আলাদা আছি—জুলাইয়ের শেষ দিক থেকেই। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী ঘিরে ভুয়া কিছু খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছি।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি। কিন্তু পরিস্থিতির কারণে বলতে হচ্ছে। সময় নিয়ে বিস্তারিত জানাব।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা দীর্ঘ এক দশকের অভিজ্ঞতাসম্পন্ন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করার পাশাপাশি নিউইয়র্কে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

এর আগে ২০১৩ সালে অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান। সেই সংসারে তাদের একমাত্র কন্যা সন্তান আইরা রয়েছে। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

দুই দফায় বিবাহবিচ্ছেদের খবরে আবারও আলোচনায় তাহসান খান। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে আপাতত সময় নিতে চান এই শিল্পী।






আর্কাইভ