শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » মাঠ প্রশাসনে নির্বাচনি আইনি শাসন নিশ্চিত করুন: সিইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » মাঠ প্রশাসনে নির্বাচনি আইনি শাসন নিশ্চিত করুন: সিইসি
৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাঠ প্রশাসনে নির্বাচনি আইনি শাসন নিশ্চিত করুন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

---

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী আইনি শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “আইনের শাসন কাকে বলে— আমরা তা দেখিয়ে দিতে চাই।” নির্বাচনকে ঘিরে কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও অপবাদ থেকে মুক্তি পেতে হলে মাঠপর্যায়ে কঠোরভাবে আইনের শাসন বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সিইসি। বৈঠকে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত আছেন।

বক্তব্যের শুরুতে সিইসি সাম্প্রতিক সহিংসতায় নিহত উসমান হাদির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “উসমান হাদি শহীদ হয়েছেন। তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” একই সঙ্গে তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে একটি সংকটকাল বা ‘ক্রান্তিলগ্ন’ হিসেবে উল্লেখ করেন।

সিইসি বলেন, মাঠপর্যায়ের প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের ওপর এখন এক ধরনের জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে। “সত্যিকার অর্থে মাঠ পর্যায়ে যারা সরকারকে কার্যকরভাবে সচল রাখেন, দেশকে সচল রাখেন— তাদের সবাই আজ এখানে উপস্থিত,” বলেন তিনি। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই দেশকে সঠিক পথে রাখা সম্ভব হবে বলেও মন্তব্য করেন সিইসি।

নিজের ক্ষমতা ও কর্তৃত্ব প্রসঙ্গে সিইসি বলেন, “আমার অথরিটি ততক্ষণ কাজ করবে, যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে আমার অথরিটি কাজ করবে না।” পুরো নির্বাচন ব্যবস্থাকে সচল রাখা, সিস্টেমকে কার্যকর করা এবং সিস্টেম যেন সঠিকভাবে ফল দিতে পারে— এই সম্পূর্ণ দায়িত্ব মাঠ প্রশাসনের কাঁধেই বলে উল্লেখ করেন তিনি। “ইউ আর অল রেসপন্সিবল,”— এই বার্তা স্পষ্ট করে দেন সিইসি।

বৈঠকে সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে সামষ্টিকভাবে নানা অভিযোগ আনা হচ্ছে। “বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা একটি ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই,” বলেন তিনি। কমিশনের লক্ষ্য হচ্ছে প্রমাণ করা বাংলাদেশে সঠিক, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব।

সিইসি জোর দিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনের একমাত্র পথ হচ্ছে আইনের শাসন। এটা একমাত্র রুল অব ল-এর মাধ্যমেই সম্ভব। সুতরাং যারা মাঠে আছেন, আপনারাই আইনের শাসন নিশ্চিত করবেন, বলেন তিনি। নির্বাচনের প্রতিটি ধাপে আইন অনুযায়ী দায়িত্ব পালনের মাধ্যমে কোনো ধরনের বিচ্যুতি ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অঙ্গীকারও ব্যক্ত করেন সিইসি।

বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররা, ইসি কর্মকর্তারা এবং মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা, প্রশাসনিক নিরপেক্ষতা ও দায়িত্ব পালনের বিষয়ে মতবিনিময় করেন।






আর্কাইভ