শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
ময়মনসিংহ প্রতিনিধি
![]()
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার (২০ ডিসেম্বর) র্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি করেন।
প্রসঙ্গত, নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে। তিনি ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় শ্রমিকের কাজ করতেন।





৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল
ওসমান হাদির দাফন সম্পন্ন
বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ: নিহত ঘুমন্ত শিশু, দগ্ধ ৩
মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার আর নেই
হাটহাজারীতে আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহীদ ওসমান হাদি
রাষ্ট্রীয় শোকে পাঁচ পরীক্ষা স্থগিত
বিএনপির কর্মসূচি স্থগিত
দেশে পৌঁছাল শহীদ ওসমান হাদির মরদেহ 
