শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » হাটহাজারীতে আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
হাটহাজারীতে আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
চট্টগ্রাম ব্যুরো
![]()
হাটহাজারীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে গুমানমর্দন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে একটি গাড়ি ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫০ থেকে ৬০ জনের একটি দল ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে করে এসে আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে প্রবেশ করে। হামলাকারীদের মুখে মাস্ক এবং হাতে অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ঘরের আসবাবপত্র তছনছ করে একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার পুড়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো.তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই বিপ্লবের সম্মুখভাগের নায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারা দেশের মতো বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে। বিক্ষুব্ধ ছাত্র জনতার আরেকটি অংশ নগরের চশমাহিলে পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। খুলশীতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করে কয়েক হাজার ছাত্র জনতা। এ সময় উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে হাইকমিশনার বাসভবনের দিকে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে খুলশী, চশমা হিল, দুই নম্বর গেট, হালি শহর। কাজির দেউড়ি, সিএমপি এলাকায় দোকানপাট তুলনামূলক কম খোলা হয়েছে। এসব এলাকার দোকানি ও বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। মোড়ে মোড়ে পুলিশ, ডিবি, র্যাবের টহল রয়েছে। শহরজুড়ে সেনাবাহিনীর টহলও রয়েছে। নগরের বাসিন্দারা জরুরি প্রয়োজন ছাড়া আইডি কার্ড ব্যতিত বাইরে আসছেন না। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিকে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। যা শনিবারও অব্যাহত আছে। বিকেলে চট্টগ্রামের লালদিঘী ময়দানে হাদির গায়েবানা জানাজা হওয়ার কথা রয়েছে।





৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল
ওসমান হাদির দাফন সম্পন্ন
বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ: নিহত ঘুমন্ত শিশু, দগ্ধ ৩
মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার আর নেই
ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহীদ ওসমান হাদি
রাষ্ট্রীয় শোকে পাঁচ পরীক্ষা স্থগিত
বিএনপির কর্মসূচি স্থগিত
দেশে পৌঁছাল শহীদ ওসমান হাদির মরদেহ 
