শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » গণভোটের ব্যালটের ‘হ্যাঁ’/‘না’ ঘরের পাশে টিক বা ক্রস চিহ্ন দিতে হবে
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » গণভোটের ব্যালটের ‘হ্যাঁ’/‘না’ ঘরের পাশে টিক বা ক্রস চিহ্ন দিতে হবে
৪ বার পঠিত
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণভোটের ব্যালটের ‘হ্যাঁ’/‘না’ ঘরের পাশে টিক বা ক্রস চিহ্ন দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

---

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কীভাবে দিতে হবে, তা জানাল নির্বাচন কমিশন (ইসি)। ব্যালটের নিচে থাকা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ঘরের পাশে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিতে হবে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

গণভোটের ব্যালট পেপারের রং হবে গোলাপি। ব্যালটে চারটি প্রশ্ন থাকবে। আর নিচে থাকবে একটি ছক। ছকের দুটি ঘরে ‘হ্যাঁ’ এবং ‘না’ লেখা থাকবে। প্রশ্ন চারটির সঙ্গে একমত হলে ‘হ্যাঁ’ এর পাশের ঘরে টিক চিহ্ন দিতে হবে। আর প্রশ্ন চারটির সঙ্গে দ্বিমত হলে না এর পাশের ঘরে ক্রস চিহ্ন দিতে হবে।

ব্যালটে যে চারটি প্রশ্ন থাকবে

(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।

(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।

(গ) সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে— সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।

(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা রঙের। দুটি ব্যালটে ভোট দিয়ে একই বাক্সে ফেলতে হবে।






আর্কাইভ