শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তফসিল ঘোষণার দিন-ক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তফসিল ঘোষণার দিন-ক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব
৬ বার পঠিত
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তফসিল ঘোষণার দিন-ক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব

---

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন আয়োজনের প্রস্তুতি পূর্ণমাত্রায় চললেও তফসিল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় এ তথ্য জানান ইসি  সচিব আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচন আয়োজনের ব্যাপারে ইসি পুরোপুরি প্রস্তুত।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা রয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল ইসির। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন গত সপ্তাহে বলেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। একই সঙ্গে এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণভোট আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮; এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১—এর পরিচিতি’ শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখেন আখতার আহমেদ। কর্মশালাটি আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

এর আগে সকালে কর্মশালার পৃথক একটি অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হন নির্বাচন কমিশনার (ইসি) আবদুল রহমানেল মাছউদ। ‘সংবিধান, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও নির্বাচন কমিশনের ভূমিকা; নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইন: সিআরপিসি, সিপিসি, অ্যাভিডেন্স অ্যাক্ট সম্পর্কে প্রাথমিক ধারণা; জাতীয় সংসদ এর নির্বাচনসংক্রান্ত মামলা নিষ্পত্তি’ বিষয়ে আলোচনা করেন তিনি।

এদিকে আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জাতীয় বৈঠক করে কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। সচিব বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম।” তফসিল ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।” তবে নির্বাচন আয়োজনের ব্যাপারে ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে সচিব বলেন,“আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন… নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।”



বিষয়: #



আর্কাইভ