রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » গণমাধ্যম » ডিআরইউ’র নেতৃত্বে আবারও আবু সালেহ আকন ও মাইনুল হাসান সোহেল
ডিআরইউ’র নেতৃত্বে আবারও আবু সালেহ আকন ও মাইনুল হাসান সোহেল
নিজস্ব প্রতিবেদক
![]()
ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) এবারের নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন এবং পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মাইনুল হাসান সোহেল। আজ রবিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।
অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে মেহদী আজাদ মাসুম জয়ী হয়েছে। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন। আর দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নারী বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া।
কার্যনির্বাহী সদস্য পদে জয় লাভ করেছেন– মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, মো. মাহফুজুর রহমান, আলী আজম ও মো. আকতার হোসেন।
মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম সমান সমান ভোট পেয়েছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে নবনির্বাচিত কমিটি।
উল্লেখ্য, এদিন বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম। এর আগে সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।





স্বাধীন সাংবাদিকতার পরিবেশ দাবি সম্পাদকদের
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: আরও ৯ জন গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু, সম্পাদক হেলাল
রমনা থানার মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ১৭ দিনে চার্জশিট
সহিংসতার সাংবাদিক হত্যা-নির্যাতনের ঘটনায় বিএফইউজের তদন্ত কমিটি
মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশগত সঙ্কট মোকাবেলায় ভূমিকা রাখবে
নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ প্রয়োজন: স্পিকার 
