বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা
বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা
নিজস্ব প্রতিবেদক
![]()
দেবী দুর্গাকে বিসর্জন দেয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। বিজয়া দশমীর এই পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর ক্ষণ ঘনিয়ে আসছে। এই বিদায়ের আবহে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে মেতে উঠেছেন ভক্তরা। মেতে উঠেছেন সিঁদুর খেলায়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর পূজামণ্ডপগুলো ভরে উঠেছে ভক্তদের পদচারণায়। সকাল থেকেই ভক্তরা ছুটে আসছেন দেবীর দর্শন পেতে এবং শেষবারের মতো মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য।
বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ সিঁদুর খেলা। মণ্ডপে মণ্ডপে বিবাহিত নারীরা আনন্দে একে অপরের মুখে সিঁদুর মেখে মাতেন উল্লাসে। ঢাকের তালে, উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নারীরা বিশ্বাস করেন, এই সিঁদুর খেলা দেবী দুর্গার আশীর্বাদস্বরূপ।
এদিকে, পুরান ঢাকার শাঁখারী বাজারে দেখা যায়, ভক্তরা সিঁদুর কপালে ও গালে মেখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। চারপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেউ কেউ মনের বাসনা পূরণের জন্য দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন, আবার কেউ প্রার্থনা করছেন শান্তি ও সমৃদ্ধির জন্য।
সকালে নির্ধারিত সময়ে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর পূজার আয়োজন। বাজতে থাকে ঢাক, কাশি, ঘণ্টা, শঙ্খ। নানা ভোগ্যসামগ্রী নিবেদন করে ভক্তরা পূর্ণ করেন দেবী দুর্গার পূজা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। সবাই যেন শেষবারের মতো মায়ের দর্শন পেতে উদগ্রীব।
শাঁখারী বাজারে সিঁদুর খেলতে ও দেবীর আশীর্বাদ নিতে আসা ভক্তরা বলেন, সিঁদুর খেলার মাধ্যমে আমাদের প্রত্যাশা, দেবী যেন আমাদের সুখ-শান্তিতে রাখেন। আমরা বিশ্বাস করি, এর মধ্যে দিয়ে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসবে। বিদায়ের এই ক্ষণে আমাদের প্রত্যাশা, তিনি যেন আগামী বছর আবারও আমাদের মাঝে শুভাশীষ নিয়ে ফিরে আসেন।





১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
৭ দেশে নিবন্ধন অ্যাপ সচল হবে কাল
নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের তাগিদ ইসি কর্মকর্তাদের
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আরও একটি বক্তব্যের ভিডিও ভাইরাল
রাজনৈতিক নেতাকর্মীদের থেকে কোন সুবিধা না নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ
জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা
আজ অস্বাস্থ্যকর ঢাকার বায়ু
বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স 