
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সারাদেশে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
ডেস্ক প্রতিবেদন
সারাদেশে পাঁচ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আভাসও রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দিনের তাপমাত্রা প্রথম দুই দিন সামান্য বাড়তে পারে এবং পরবর্তী তিন দিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়, ২৬১ মিলিমিটার।
বিষয়: #আবহাওয়া