বুধবার ● ১১ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি অন্তর্ভুক্তির সুপারিশ
উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি অন্তর্ভুক্তির সুপারিশ
![]()
- স্থায়ী কমিটির ৩৮তম বৈঠক
নিজস্ব প্রতিবেদক
উপজেলা পরিষদের সদস্য হিসেবে মুক্তিযোদ্ধা সংসদের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল একাদশ জাতীয় সংসদে এই কমিটির ৩৮তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
সভায় একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিতব্য স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ৩৭তম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের কবরের নামফলক লেখার ক্ষেত্রে অমোচনীয় কালি ব্যবহার ও ফলকটি খাঁড়াভাবে স্থাপন করাসহ কবর সংস্কারের জন্য মন্ত্রণালয়কে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ এবং রাগেবুল আহসান রিপু অংশগ্রহণ করেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিষয়: #উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি অন্তর্ভুক্ত





ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ
নিজ দলের প্রতীকে ভোট করবে জামায়াত
সিইসির সঙ্গে চলছে জামায়াতে ইসলামীর বৈঠক
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
ইসকন নিষিদ্ধসহ ৬ দাবি ইন্তিফাদা বাংলাদেশের
সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ বাজারে
সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশি বাধা
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
যমুনায় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল 