শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
Swadeshvumi
রবিবার ● ১৬ জুলাই ২০২৩
প্রচ্ছদ » গণমাধ্যম » বিশিষ্ট কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই
প্রচ্ছদ » গণমাধ্যম » বিশিষ্ট কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই
২৯৬ বার পঠিত
রবিবার ● ১৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশিষ্ট কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই

---

* ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন এম এ কুদ্দুস

জুলাই ১৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

খ্যাতিমান কার্টুনিস্ট এম আব্দুল কুদ্দুস আর নেই। রাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শনিবার (১৫ জুলাই) সকালে ঢাকার শাহীনবাগের বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এম এ কুদ্দুস ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

---

নিহত এম আব্দুল কুদ্দুসের মরদেহ শনিবার দুপুরে নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল দৈনিক সংবাদে। তারপর বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

---

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক এম এ কুদ্দুসের মরদেহ নেয়া হয় তার গ্রামের বাড়ি রাজবাড়ীতে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফর করা হয়।

পত্রিকায় কার্টুন এঁকে এম এ কুদ্দুস সুনাম কুড়িয়েছিলেন। এম এ কুদ্দুস মৃত্যুর আগপর্যন্ত দৈনিক সংবাদের কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী জেলায়।

---

তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে তাকে স্মরণ করেছেন। শোক জানিয়েছেন।তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দারসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।



বিষয়: #



আর্কাইভ