মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » আরএফইডি’র নেতৃত্বে সাইদুর ও হিমেল
আরএফইডি’র নেতৃত্বে সাইদুর ও হিমেল
![]()
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির ২০২৩ এর নির্বাচনে ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুর রহমান সভাপতি এবং চ্যানেল ২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক মুকিমুল আহসান হিমেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ভোটগ্রহণ শেষে বিকেলে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশীষ সৈকত। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল।
![]()
নির্বাচনে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বৈশাখী টিভির কাজী ফরিদ। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের আরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এখন টেলিভিশনের বেলায়েত হোসাইন। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মানবজমিনের সিরাজুস সালেকীন চৌধুরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজবাংলার খায়রুল ইসলাম বাশার।
![]()
কমিটির কার্যনির্বাহী সদদ্যের পাঁচটি পদে সমানসংখ্যক প্রার্থী থাকায় সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- দৈনিক প্রতিদিনের সংবাদ গাজী শাহনেওয়াজ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান পারভেজ, ডিবিসি টিভির কাওসারা চৌধুরী কুমু, বাংলাভিশনের সৈকত সাদিক ও নয়াদিগন্তের হামিদ সরকার। তবে সদস্য পদের ধারাক্রমের জন্য ভোটগ্রহণ করা হয়।
এর আগে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সকাল ১১টার দিকে আরএফইডি কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা এবং দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরএফইডি’র নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আশীষ সৈকত জানিয়েছেন, এই নির্বাচনে ৬০ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন। তবে ক্রটির কারণে তার মধ্যে একটি ভোট বাতিল করা হয়েছে।
বিষয়: #আরএফইডি’র নেতৃত্বে সাইদুর ও হিমেল





২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
ভোটের আগে ভয় কেটে যাবে: সিইসি
সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে: সালাহউদ্দিন আহমদ
চোরাগোপ্তা হামলা প্রতিরোধে সতর্ক থাকতে ইসির নির্দেশ
জাতীয় নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো ২৯ ডিসেম্বর পর্যন্ত
তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে ইসি
জাতীয় নির্বাচন: ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী
প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব 
