শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
Swadeshvumi
রবিবার ● ২৫ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » খেলা হবে নির্বাচনে আন্দোলনে, আওয়ামী লীগ প্রস্তত: ওবায়দুল কাদের
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » খেলা হবে নির্বাচনে আন্দোলনে, আওয়ামী লীগ প্রস্তত: ওবায়দুল কাদের
৩৫৭ বার পঠিত
রবিবার ● ২৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খেলা হবে নির্বাচনে আন্দোলনে, আওয়ামী লীগ প্রস্তত: ওবায়দুল কাদের

---

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে বঙ্গবন্ধুর মৃত্যু নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার বাংলা গড়ার জন্য আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই-সংগ্রাম করে কাজ করে যাবো।’ গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত জোট এপর্যন্ত শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা করেছে। কারণ তারা (বিএনপি) মনে করে, শেখ হাসিনাকে হটাতে পারলে সব হারানো ময়ূর সিংহাসন খুঁজে পাবে! পাবে না, ১০ ডিসেম্বর পারেনি; অশ্বডিম্ব। ৩০ ডিসেম্বরও যদি পারে, ঘোড়ায় ডিম পাড়বে। আছে সম্ভাবনা? আওয়ামী লীগ প্রস্তুত, মোকাবিলা করা হবে।’

এ সময় ওবায়দুল কাদের স্লোগানের মতো করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বলতে থাকেন- ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে (খেলা হবে), ভোট চুরির বিরুদ্ধে (খেলা হবে), দুর্নীতির বিরুদ্ধে (খেলা হবে), ভোট জালিয়াতির বিরুদ্ধে (খেলা হবে), ভুয়া ভোটারের বিরুদ্ধে (খেলা হবে), লুটপাটের বিরুদ্ধে (খেলা হবে), হাওয়া ভবনের বিরুদ্ধে (খেলা হবে), অর্থপাচারের বিরুদ্ধে (খেলা হবে)। আবারও হবে, নির্বাচনে হবে, আন্দোলনে হবে। সবাই প্রস্তুত? হাত তোলেন। শেখ হাসিনা ডাক দিলে সবাই প্রস্তুত?’

---

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে। এই জিয়াউর রহমান বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান। মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। এসব ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না।

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিশ্বস্ত ঠিকানা হোক শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’ তিনি আরও কাদের বলেন, ‘আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিঃশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু।’

তিনি বলেন, ‘মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গান, তার নাম শেখ হাসিনা। সারা বিশ্বে তিনি আজ সমাদৃত। নিজেদের টাকায় পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন। সেজন্য বিরোধীদের অন্তরজ্বালা ধরেছে। তাকে নির্বাচনে হারাতে পারবে না বলেই ষড়যন্ত্র করছে তারা।’

এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিশ্বস্ত ঠিকানা হোক শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। তিনি বলেন, যত দুর্যোগ, বিপদই আসুক না কেন আমরা মানুষের পাশে ছিলাম, আাছি। মানুষের পাশে থাকবো- এটা আমাদের অঙ্গীকার।

এর আগে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন।



বিষয়: #  #



ইসি ও নির্বাচন এর আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায়
শাপলা তালিকায় অন্তর্ভুক্ত করা অপ্রয়োজনীয় শাপলা তালিকায় অন্তর্ভুক্ত করা অপ্রয়োজনীয়
১০ দলের কার্যক্রম অধিতকর তদন্তের নির্দেশ ইসির ১০ দলের কার্যক্রম অধিতকর তদন্তের নির্দেশ ইসির
সিইসি’র সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি’র প্রতিনিধি দল সিইসি’র সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি’র প্রতিনিধি দল
গণভোটের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ঐকমত্য কমিশন গণভোটের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ঐকমত্য কমিশন
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: জরিপ সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: জরিপ
জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জাতীয় সংসদ নির্বাচন: ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন: ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

আর্কাইভ