শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার ফটোকার্ড শেয়ার
হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার ফটোকার্ড শেয়ার
![]()
নিজস্ব প্রতিবেদক
আসন্ন গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা জোরদার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গণভোটে ইতিবাচক ভোটের আহ্বান জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ড. ইউনূস তার ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে গণভোটের প্রচারণামূলক ওই ফটোকার্ড প্রকাশ করেন। ফটোকার্ডে লেখা রয়েছে— ‘গণভোট ২০২৬—দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’তে সিল দিন।’
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বাড়াতে ১১ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে এ ধরনের ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত এই প্রচারণামূলক কার্যক্রম চলবে। এর মাধ্যমে নাগরিকদের গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করা এবং গণভোটের গুরুত্ব তুলে ধরাই মূল লক্ষ্য।
প্রেস উইং আরও জানায়, গণভোটে জনগণের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাও নিজ নিজ কর্মসূচি ও জনসমাগমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছেন। দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তারা গণভোটের প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরছেন।
এদিকে সরকারি পর্যায়েও গণভোটের পক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে। তথ্যভিত্তিক প্রচার, সচেতনতামূলক বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই গণভোট দেশের ভবিষ্যৎ পথনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণের মতামত প্রতিফলনের একটি বড় সুযোগ তৈরি করবে।
গণভোট ঘিরে এমন প্রচারণা বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়াও বাড়ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ নিয়ে মতামত জানাচ্ছেন, যা গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন মাত্রা যোগ করছে।





দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যুক্ত করবে ইসি
ইসির শুনানিতে হট্টগোল
হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল
গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম : শফিকুল আলম
পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসির কাছে বিএনপির উদ্বেগ
আপিলের পঞ্চমদিন: প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি, ৫ মনোনয়নপত্র বাতিল
দেশের সংকট উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
নির্বাচন কমিশন: প্রথম ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি, ৫ জনের বাতিল 
