বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত
রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত
![]()
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০), চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
স্থানীয়রা জানায়, পুঠিয়ার ঝলমলিয় কলাহাটে নাটোর অভিমুখী যাওয়ার সময় বিপরীত দিক হতে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঝলমলিয়া কলার হাটে আসা লোকজন হতাহত হয়।
রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।





আতশবাজি, উৎসব ও আয়োজনে নতুন বছরকে বরণ করছে বিশ্ব
আতশবাজির মধ্য দিয়েই নতুন বছরকে বরণ করলো রাজধানীবাসী
বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদেও হাতে নতুন বই
স্ত্রীসহ সাবেক পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপস করেননি : বাবর
মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
এ শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় : তারেক রহমান
সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত একাধিক
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া 
