শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩
২ বার পঠিত
বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

---

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বুধবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলার জটিয়াবো গ্রামের অন্ধ রফিকুল ইসলাম (৪৫) ও তার ১২ বছর বয়সী মেয়ে তানজিলা। এই ঘটনায় রফিকুলের ছেলে নুর ইসলাম (১৪) গুরুতর আহত হয়েছে।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম পেশায় দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী এই পরিবারটি মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথে তেজগাঁও সাতরাস্তা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।

এদিকে, গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।






আর্কাইভ