মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: আরও ৯ জন গ্রেপ্তার
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: আরও ৯ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
![]()
রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর আগে এই ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছিল ডিএমপি।
এই ঘটনায় প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। সেখানে অজ্ঞাতনামা একটি মামলায় ৫০০ ও অন্যটি মামলায় ৪০০ জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে একদল লোক সংগঠিতভাবে সন্ত্রাসী হামলা চালায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে। দীর্ঘ সময় ধরে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেয় তারা। ওই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
পওে, গত রোববার রাতে প্রথম আলো এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ, হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।





গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ
প্রথম আলোয় হামলা-ভাঙচুরের ঘটনায় ১৭ জন গ্রেপ্তার
৫ বছর দণ্ডের বিরুদ্ধে সাবেক আইজিপি মামুনের আপিল
জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
হাদি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ফয়সালের স্ত্রীসহ তিনজন রিমান্ডে
ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
মা-মেয়ে হত্যা: গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে
আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
শেখ হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে 
