শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জাপায় আবারো ফিরছেন রাঙ্গা
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জাপায় আবারো ফিরছেন রাঙ্গা
৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাপায় আবারো ফিরছেন রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক 

---

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আবারও দলে ফিরেছেন৷ গতকাল সোমবার রাতে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি৷ পরে তাকে জাপার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়৷

পরে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে তিনি জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান৷ জাপা নেতারা মসিউর রহমান রাঙ্গাকে দলে স্বাগত জানান৷

১৯৯৭ সালে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টির রাজনীতিতে নাম লেখান রংপুরের পরিবহন শ্রমিক নেতা মসিউর রহমান রাঙ্গা৷ সে বছর তিনি রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান৷ পরে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্যপদ পান রাঙ্গা৷ ধীরে ধীরে দলের প্রভাবশালী নেতা হয়ে উঠেন রাঙ্গা৷

রংপুর জেলার জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি৷ তিনি ২০০১ সালে জাতীয় পার্টির মনোনয়নে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে তিনি রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে তিনি রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন৷ পরে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি পুনরায় ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইফ হিসেবে মনোনয়ন লাভ করেন। তিনি ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন।

রাঙ্গা ২০১৯ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত বাংলাদেশী নূর হোসেনকে নেশাগ্রস্ত, ইয়াবা ও ফেন্সিডিলসেবী অভিহিত করে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে জাতীয় পার্টির সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

দল থেকে বহিষ্কারের পরে মসিউর রহমান রাঙ্গা জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, জি এম কাদেরকে জুতাপেটা করে দলীয় কার্যালয় থেকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন৷

রাঙ্গা তার ভুলের জন্য ক্ষমা চেয়ে বলেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি৷ তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন৷ জীবনের শেষ দিন পর্যন্ত আমি জাতীয় পার্টির সঙ্গে থাকতে চাই৷






আর্কাইভ