মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৫ বছর পর চশমা প্রতীকেই নিবন্ধন ফিরে পেলো জাগপা
৫ বছর পর চশমা প্রতীকেই নিবন্ধন ফিরে পেলো জাগপা
নিজস্ব প্রতিবেদক
—
নিবন্ধন বাতিলের ৫ বছর পর আবারও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেলো জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। দলটির নতুন প্রতীক নির্ধারণ করা হয়েছে চশমা।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এ ঘোষণা দেওয়া হয়।
২০০৮ সালে জাগপাকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তবে নিবন্ধনের শর্ত পূরণ না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি সে সময়কার কমিশন দলটির নিবন্ধন বাতিল করে গেজেট জারি করে। পরে বিষয়টি আদালতে গড়ায় এবং আদালতের রায়ে জাগপা নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ পায়। সেই রায় অনুযায়ীই ফের প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
ইসির গেজেটে উল্লেখ করা হয়, ঞযব জবঢ়ৎবংবহঃধঃরড়হ ড়ভ ঃযব চবড়ঢ়ষব ঙৎফবৎ, ১৯৭২–এর ঈযধঢ়ঃবৎ ঠওঅ অনুযায়ী নিবন্ধনের শর্তাবলি পূরণের পর ২০০৮ সালে দলটিকে নিবন্ধন দেওয়া হয় এবং প্রতীক হিসেবে বরাদ্দ ছিল হুক্কা।
চলতি বছর ৯ নভেম্বর জাগপা দলের নামের সঙ্গে “জাতীয় গণতান্ত্রিক পার্টি” যুক্ত করা এবং প্রতীক হুক্কার পরিবর্তে চশমা দেওয়ার আবেদন করে। নির্বাচন কমিশন আবেদনটি গ্রহণ করেছে। ফলে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম এখন “জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা” এবং বরাদ্দ প্রতীক “চশমা”।





নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী
ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন
পোস্টাল ব্যালট বিতর্ক: ইসির অবস্থান পরিবর্তন
ইসির আপিল শুনানি-নিষ্পত্তি :ভোটের মাঠে ফিরতে মরিয়া ছিলেন বাদপড়া প্রার্থীরা
রাঙ্গার বিরুদ্ধে পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্যেও অভিযোগ
নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন
শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
আশ্বস্ত হয়ে ইসি ছাড়ল ছাত্রদল 
