শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৫ বছর পর চশমা প্রতীকেই নিবন্ধন ফিরে পেলো জাগপা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৫ বছর পর চশমা প্রতীকেই নিবন্ধন ফিরে পেলো জাগপা
১ বার পঠিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ বছর পর চশমা প্রতীকেই নিবন্ধন ফিরে পেলো জাগপা

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধন বাতিলের ৫ বছর পর আবারও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেলো জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। দলটির নতুন প্রতীক নির্ধারণ করা হয়েছে চশমা।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এ ঘোষণা দেওয়া হয়।

২০০৮ সালে জাগপাকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তবে নিবন্ধনের শর্ত পূরণ না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি সে সময়কার কমিশন দলটির নিবন্ধন বাতিল করে গেজেট জারি করে। পরে বিষয়টি আদালতে গড়ায় এবং আদালতের রায়ে জাগপা নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ পায়। সেই রায় অনুযায়ীই ফের প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

ইসির গেজেটে উল্লেখ করা হয়, ঞযব জবঢ়ৎবংবহঃধঃরড়হ ড়ভ ঃযব চবড়ঢ়ষব ঙৎফবৎ, ১৯৭২–এর ঈযধঢ়ঃবৎ ঠওঅ অনুযায়ী নিবন্ধনের শর্তাবলি পূরণের পর ২০০৮ সালে দলটিকে নিবন্ধন দেওয়া হয় এবং প্রতীক হিসেবে বরাদ্দ ছিল হুক্কা।

চলতি বছর ৯ নভেম্বর জাগপা দলের নামের সঙ্গে “জাতীয় গণতান্ত্রিক পার্টি” যুক্ত করা এবং প্রতীক হুক্কার পরিবর্তে চশমা দেওয়ার আবেদন করে। নির্বাচন কমিশন আবেদনটি গ্রহণ করেছে। ফলে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম এখন “জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা” এবং বরাদ্দ প্রতীক “চশমা”।






আর্কাইভ