শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে পৌঁছেছে
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে পৌঁছেছে
৪ বার পঠিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু করা “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন দ্রুত বাড়ছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২ লাখ ৭৪ হাজার ৬২১ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। যা প্রতি মুহূর্তেই বাড়ছে।

ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া অনলাইন নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে যে দেশগুলো থেকে নিবন্ধন করা যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে—

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও বেশ কয়েকটি দেশ।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ব্যালট পূরণ শেষে তা নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে।

এদিকে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবার ৫০ লাখ প্রবাসী ভোটার টার্গেট নিয়ে কাজ করছে সংস্থাটি।






আর্কাইভ