শিরোনাম:
ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » আজও অবস্থান-অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা
প্রচ্ছদ » জাতীয় » আজও অবস্থান-অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা
৩ বার পঠিত
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজও অবস্থান-অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবারও (৮ ডিসেম্বর) অবস্থান-অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকেই আনেআলনরতদেও সাথে আরও শিক্ষার্থঅ যুক্ত হচ্ছেন।

এর আগে, দিনভর অবরোধ কর্মসূচি পালন করার পরও গতকাল রোববার( ৭ ডিসেম্বর) সারারাত শিক্ষা ভবনের সামনেই অবস্থান করেছেন সরকারি সাত কলেজের এই শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন দাবি জানালেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো অগ্রগতি না থাকায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। তাই চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ, অবস্থান ও ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে। একইসাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণাও দিয়েছেন তারা।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তের কথা জানায়। একই বার্তায় আরও জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে।






আর্কাইভ