বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » আজ অস্বাস্থ্যকর ঢাকার বায়ু
আজ অস্বাস্থ্যকর ঢাকার বায়ু
ডেস্ক প্রতিবেদন
![]()
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।
তালিকায় এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ২০৫, যা খুবই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এদিকে, শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ২৫৪। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২০৭, চতুর্থ স্থানে থাকা ইরাকের বাগদাদ, স্কোর ২০২, পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৭।
উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।





জাতীয় পার্টিসহ ১৪ দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন: জুলাই ঐক্য
দেশের সংকট উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপ-আজমিনার রায় ২ ফেব্রুয়ারি
গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩
দাম কমছে মোবাইল ফোনের
শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার কারিগরও শিক্ষা: প্রধান উপদেষ্টা
এলপিজি আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করল বাংলাদেশ ব্যাংক
মাটির চুলা ও বৈদ্যুতিক চুলা কেনার হিড়িক
স্বাধীন সাংবাদিকতার পরিবেশ দাবি সম্পাদকদের 
