বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » আজ অস্বাস্থ্যকর ঢাকার বায়ু
আজ অস্বাস্থ্যকর ঢাকার বায়ু
ডেস্ক প্রতিবেদন
![]()
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।
তালিকায় এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ২০৫, যা খুবই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এদিকে, শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ২৫৪। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২০৭, চতুর্থ স্থানে থাকা ইরাকের বাগদাদ, স্কোর ২০২, পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৭।
উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।





জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা
বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স
বাউল সাধক, ফকিরদের নিয়ে মহাসম্মেলনের ডাক ফরহাদ মজহারের
কেন হাসিনার আইনজীবী হলেন জেড আই খান পান্না
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
রাজধানীর কুড়িলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেশে নারী আসামির ফাঁসি কার্যকরের রেকর্ড নেই’
বাসে আগুন-ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের 