শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » নিউ ইয়র্কে প্রবল ঝড়ে ২ জনের প্রাণহানি
প্রচ্ছদ » আন্তর্জাতিক » নিউ ইয়র্কে প্রবল ঝড়ে ২ জনের প্রাণহানি
৪ বার পঠিত
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউ ইয়র্কে প্রবল ঝড়ে ২ জনের প্রাণহানি

---

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে দুজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা দুর্যোগের কারণে একাধিক স্থানে বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন । আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে ৪ দশমিক ৭ সেন্টিমিটার, লা গুয়ারদিয়া বিমানবন্দরে ৫ দশমিক ৩১ সেন্টিমিটার এবং নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ দশমিক ০৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের উপকূলীয় কিছু এলাকায় প্লাবনের সতর্কতা জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ।

এ বিষয়ে শহরের মেয়র এরিক অ্যাডামস তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ৩০ অক্টোবর রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। প্রায় কয়েকঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, এক বিকেলে ১০ মিনিটেই তা ছাড়িয়ে গেছে।

এছাড়া, জন এফ কেনেডি, লা গুয়ারদিয়া এবং নেওয়ার্ক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়েছে।






আর্কাইভ