শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » সাহিত্য-সংস্কৃতি » ঢাবিতে ‘কোর্স ফি মুক্ত’ নাট্য কর্মশালা শুরু
প্রচ্ছদ » সাহিত্য-সংস্কৃতি » ঢাবিতে ‘কোর্স ফি মুক্ত’ নাট্য কর্মশালা শুরু
১৬ বার পঠিত
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাবিতে ‘কোর্স ফি মুক্ত’ নাট্য কর্মশালা শুরু

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই বিপ্লব উপলক্ষ্যে কোর্স ফি মুক্ত --- শুরু হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ এর অধিক তরুণ নাট্যকর্মী উপস্থিত ছিলেন। কর্মশালায় ৬টি মঞ্চ ও টেলিভিশন নাটকের জন্য প্রযোজনা ভিত্তিক কর্মশালা পরিচালনা করা হবে।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় ঢাবির আরসি মজুমদার অডিটোরিয়ামে স্বাপ্নিক থিয়েটার, নট নাট্য থিয়েটার ও সেন্টার ফর বাংলাদেশ থিয়েটারের যৌথ আয়োজনে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এর আগে, ৮ শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নিতে আবেদন করেন। পরে যাচাই-বাছাই শেষে ১৫০ জনকে নির্বাচিত করা হয়।

স্বাপ্নিক থিয়েটারের কেন্দ্রীয় সভাপতি এইচ এম তানভীর হাসানের সঞ্চালনায় নাট্যশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সভাপতি হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক তানজিনা বিনতে নূর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাপ্নিক থিয়েটারের ঢাবি সভাপতি এইচ এম খালিদ হাসান তরুণ নাট্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বপ্ন, মেধা আর উদ্যমই একদিন মঞ্চকে আলোকিত করবে। এই কর্মশালা শুধু অভিনয়ের প্রশিক্ষণ নয়, বরং মানুষের প্রতি দায়বদ্ধ হয়ে সমাজকে সুন্দর করার এক যাত্রা। আপনারা যদি নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে চর্চা করেন, তাহলে আপনাদের হাত ধরেই শুরু হবে এক নতুন পথচলা, যেখানে সৃজনশীলতা ও মানবিকতা মিলেমিশে গড়ে তুলবে এক শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন।

প্রধান অতিথির বক্তব্যে ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, ২৪ এর অভ্যুত্থানে মিডিয়া যেমন স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে ৯০ এর এরশারদ বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশেষ করে পথনাটক ভূমিকা রেখেছিল। একসময় টিএসসিতে অনেক বড় বড় নাট্যশিল্পীরা আসতেন, কাজ করতেন। কিন্তু বর্তমানে টিএসসি কেন্দ্রিক তেমন কাজ দেখা যায় না। আজকে এখানে নাট্যাঙ্গনের গুণিজনরা ও তরুণ নাট্যপ্রেমী এসেছেন। তাদেরসহ আয়োজকদের ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমেই সুস্থ ধারার সংস্কৃতি অক্ষুণ্ন থাকবে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হবে।

তিনি বলেন, ঢাবিতে এত স্থাপনা কিন্তু নজরুলকে নিয়ে কোন কিছু নেই। নজরুল আমাদের জাতির সকল সংকটে প্রেরণার উৎস ছিল। তার গান-কবিতা নিয়ে আলোচনা হলেও নাটক নিয়ে চর্চা হয় না। এখন সময় এসেছে নজরুলের নাটক নিয়ে চর্চা করার।

সভাপতির বক্তব্যে তানজিনা বিনতে নূর বলেন, এই কর্মশালায় আপনারা মঞ্চ নাটক ও টিভি নাটকের কাজ শিখতে পারবেন। এর মাধ্যমে আপনার মধ্যে নেতৃত্ব গুণ ও যোগ্যতা তৈরি হবে এবং আপনি আরও সচেতন হবেন। আপনি নিজের মধ্যে নতুনত্বকে আবিষ্কার করবেন যা আপনি জানতেন না। এসময় তিনি এই আয়োজনের জন্য আয়োজক ও উপস্থিত তরুণ নাট্যকর্মীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি জেহাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাপ্নিক থিয়েটারের প্রধান তত্ত্বাবধায়ক কল্লোল শরিফী, কর্মশালার আহ্বায়ক হোসনে মোবারক, স্বাপ্নিক থিয়েটারের সেন্ট্রাল সেক্রেটারি এ কে এম মাহবুবুর রহমান, সেন্ট্রাল অফিস সম্পাদক সাইফুল ইসলাম সোহেল বক্তব্য দেন



বিষয়: #



আর্কাইভ