শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
১৫ বার পঠিত
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই অংশের প্রায় ২০ কিলোমিটার --- সৃষ্টি হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনার চার ঘণ্টা পার হলেও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সরাতে না পারায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমনটাই সরেজমিনে দেখা যায়।

এর আগে, শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে একই পরিবারের চারজন নিহত হন। এ দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও চার ঘণ্টায়ও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান মহাসড়ক থেকে সরানো যায়নি।

এদিকে, এর ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং চালকরা।

অপরদিকে দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সাতজন সদস্য কাজ করছেন। আনিসুর রহমান নামে একজন উপপরিদর্শকের নেতৃত্বে পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে। তবে পরিদর্শক পর্যায়ের বা তার ওপরের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি।

ঘটনাস্থলে থাকা ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, হাইওয়ে পুলিশের কম ধারণ ক্ষমতার ক্রেন আছে। কাভার্ডভ্যানটি বেশি ওজনের হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেশি ধারণ ক্ষমতার ক্রেন ভাড়া করে আনতে হয়েছে। যার কারণে উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে। কাভারভ্যানটি মহাসড়ক থেকে সরাতে পারলে যান চলাচল স্বাভাবিক হবে।



বিষয়: #



আর্কাইভ