
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সাংসদ শাহজাহান মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
সাংসদ শাহজাহান মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। আজ (শনিবার) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সংসদ সচিবালয়ের পাঠানো এক শোকবার্তায় ডেপুটি স্পিকার প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি জানান, ‘মরহুম শাহজাহান মিয়া ধর্ম প্রতিমন্ত্রী ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে দেশ ও সমাজের জন্য বড় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে আমরা একজন সত্যিকারের ভালো মানুষ ও কর্মবীরকে হারালাম।’
বিষয়: #সাংসদ শাহজাহান মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক