মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
পঞ্চগড় প্রতিনিধি
![]()
টানা চার দিন ধরে পঞ্চগড়েরর তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে তাপমাত্রা।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে গতকাল সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল। যদিও আজ ঘন কুয়াশা নেই, ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও তাতে তেমন উষ্ণতা পাওয়া যায়নি।
এদিকে, এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঠে-ঘাটে রোজগারের জন্য ছুটে চলা তাদের জন্য ক্রমেই কষ্টকর হয়ে উঠছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।





ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ অর্ধশতাধিক
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৫১ শতাংশ
ভাঙ্গায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত সাত
আগামী প্রজন্মের চা শ্রমিকদের উন্নত জীবনমান কোথায়!
আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
নির্বাচন-শবেবরাত ঘিরে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি
ফ্লাইওভারের নিচের সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ডিএনসিসির
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের জন্য মানদণ্ড: প্রধান উপদেষ্টা
নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ 
