রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, চলতি সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণা রেকর্ডিংয়ের জন্য চিঠি পাঠানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের ১০ম সভা শেষে তিনি এসব তথ্য জানান। এসময় আসন্ন তফসিল ও ভোটগ্রহণ–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নানা দিকনির্দেশনা তিনি তুলে ধরেছেন।
১ ঘণ্টা বাড়লো ভোটগ্রহণের সময়
সানাউল্লাহ জানান, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। সকালে অতিরিক্ত ৩০ মিনিট এবং বিকেলে ৩০ মিনিট যোগ করেই সময়সীমা বাড়ানো হয়েছে।
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট
তিনি বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পেপার ছাপানো আগামীকাল থেকেই শুরু হবে, আর পরশুদিন থেকে সেগুলো পাঠানো শুরু হবে।
এছাড়া জানা যায়, পোস্টাল ব্যালট পেপার ছাপানো ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
নির্বাচন কমিশনার স্পষ্টভাবে বলেন তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার-ফেস্টুন-ব্যানার সরাতে হবে। না হলে আরপিও অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হচ্ছে, যেখানে প্রতিটি বাহিনীর প্রতিনিধি থাকবে।
রাতে ব্যালট পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে ইসি আত্মবিশ্বাসী, “রাতের ভোটের কোনো পুনরাবৃত্তি হবে না, আমরা আগের অবস্থায় ফিরব না।”
এনআইডি জটিলতা ও উপদেষ্টা মনোনয়ন
সানাউল্লাহ জানান, সম্প্রতি এনআইডিতে বয়স পরিবর্তনের আবেদন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা ইসি নজরে রাখছে।
উপদেষ্টা (অ্যাডভাইজরি) পদে থাকা কেউ ভোটে প্রার্থী হতে পারবেন না।
জাপাসহ ১৪ দলের মধ্যে যাদেরকে আইন অনুযায়ী অনুমোদন দেবে, তারাই ভোটে অংশ নিতে পারবেন।
ভোটের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, “আমরা প্রস্তুত। তফসিল ঘোষণার পরপরই পূর্ণাঙ্গ মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হবে। স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।”





তফসিলের খসড়া মিয়ে প্রধান উপদেষ্টার কাছে ইসির কমিশন
জাতীয় নির্বাচন ও গণভোট: আজই চূড়ান্ত হতে পারে ইসির তফসিলের খসড়া
তফসিল ঘোষণার দিন-ক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব
১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির
যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণায় আপত্তি নেই বিএনপির
একসঙ্গে দুই ভোটের তফসিল
স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমকর্মীদের অবাধ বিচরণ নিশ্চিত করা হবে: ইসি সানাউল্লাহ
চলছে দুই ভোটের প্রস্তুতি: ভোটগ্রহণ ৯ ঘণ্টা, শিগগিরই চূড়ান্ত তফসিল ঘোষণা
দ্রুত নির্বাচন কমিশন সার্ভিস বাস্তবায়নের দাবিতে উপজেলা কর্মকর্তাদের ক্ষোভ 
