রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, চলতি সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণা রেকর্ডিংয়ের জন্য চিঠি পাঠানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের ১০ম সভা শেষে তিনি এসব তথ্য জানান। এসময় আসন্ন তফসিল ও ভোটগ্রহণ–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নানা দিকনির্দেশনা তিনি তুলে ধরেছেন।
১ ঘণ্টা বাড়লো ভোটগ্রহণের সময়
সানাউল্লাহ জানান, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। সকালে অতিরিক্ত ৩০ মিনিট এবং বিকেলে ৩০ মিনিট যোগ করেই সময়সীমা বাড়ানো হয়েছে।
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট
তিনি বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পেপার ছাপানো আগামীকাল থেকেই শুরু হবে, আর পরশুদিন থেকে সেগুলো পাঠানো শুরু হবে।
এছাড়া জানা যায়, পোস্টাল ব্যালট পেপার ছাপানো ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
নির্বাচন কমিশনার স্পষ্টভাবে বলেন তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার-ফেস্টুন-ব্যানার সরাতে হবে। না হলে আরপিও অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হচ্ছে, যেখানে প্রতিটি বাহিনীর প্রতিনিধি থাকবে।
রাতে ব্যালট পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে ইসি আত্মবিশ্বাসী, “রাতের ভোটের কোনো পুনরাবৃত্তি হবে না, আমরা আগের অবস্থায় ফিরব না।”
এনআইডি জটিলতা ও উপদেষ্টা মনোনয়ন
সানাউল্লাহ জানান, সম্প্রতি এনআইডিতে বয়স পরিবর্তনের আবেদন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা ইসি নজরে রাখছে।
উপদেষ্টা (অ্যাডভাইজরি) পদে থাকা কেউ ভোটে প্রার্থী হতে পারবেন না।
জাপাসহ ১৪ দলের মধ্যে যাদেরকে আইন অনুযায়ী অনুমোদন দেবে, তারাই ভোটে অংশ নিতে পারবেন।
ভোটের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, “আমরা প্রস্তুত। তফসিল ঘোষণার পরপরই পূর্ণাঙ্গ মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হবে। স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।”





ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী
ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন
পোস্টাল ব্যালট বিতর্ক: ইসির অবস্থান পরিবর্তন
ইসির আপিল শুনানি-নিষ্পত্তি :ভোটের মাঠে ফিরতে মরিয়া ছিলেন বাদপড়া প্রার্থীরা
রাঙ্গার বিরুদ্ধে পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্যেও অভিযোগ
নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন
শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
আশ্বস্ত হয়ে ইসি ছাড়ল ছাত্রদল
হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার ফটোকার্ড শেয়ার 
