মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
প্রচ্ছদ » রাজধানী » টাঙ্গাইল জেলা সমিতির নেতৃত্বে ইব্রাহীম ও হিরণ
টাঙ্গাইল জেলা সমিতির নেতৃত্বে ইব্রাহীম ও হিরণ
![]()
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলা সমিতি ঢাকা নির্বাচনের মাধ্যমে ৭৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। গত শনিবার ঢাকার নিকুঞ্জ এলাকায় টাঙ্গাইল জেলা সমিতির নিজস্ব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ড. ইব্রাহীম ও অ্যাডভোকেট হিরণ পরিষদের নেতৃবৃন্দ বিপুল ভোটে জয় লাভ করেন।
দ্বিতীয়বারের মতো সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ড. ইব্রাহীম হোসেন খান। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এএফ এম রেজাউল করিম হিরণ। এছাড়াও ইব্রাহীম-হিরণ পরিষদের সকলেই বিপুল ভোটে জয় লাভ করেন। এদিকে এবারের কমিটিতে ভোটের আগেই ৯ জন প্রার্থী নির্বাচিত হযন বিনাপ্রতিদ্বন্দিতায়। এই নির্বাচনে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মনছুরুল আলম হীরা ও মো. নজরুল ইসলামের নেতৃত্বে আরও একটি প্যানেল ভোটে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়।
টাঙ্গাইল জেলা সমিতি ঢাকার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯১২ জন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দেন ৫৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির সদস্যদের ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় বসবাসরত বিপুল সংখ্যক টাঙ্গাইলের মানুষ সেখানে উপস্থিতি ছিলেন।
নির্বাচনে ফলাফলের তালিকা নিচে দেওয়া হলো-
![]()
![]()
![]()
![]()
![]()
বিষয়: #টাঙ্গাইল জেলা সমিতির নেতৃত্বে ইব্রাহীম ও হিরণ





পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১
সংসদে পাস হওয়ার আগে গণভোট সম্ভব নয়: আমির খসরু
ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশি বাধা
অনুষ্ঠিত হয়ে গেলো ডয়েন্স অব পিস ভিডিও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী
চিনচেনা ঢাকার রাস্তা ফাঁকা
ঢাকায় সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই
কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
গণমাধ্যম সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়নে পথরেখা তৈরি করছে সরকার 