মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » রাজধানী » নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ জরুরি : আনজীর লিটন
নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ জরুরি : আনজীর লিটন
![]()
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের চেতনা শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে বাংলা একাডেমীর মহাপরিচালক, বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক আনজীর লিটন বলেছেন, আগামী প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটানোর কোন বিকল্প নেই। এজন্য শিশু একাডেমির পক্ষ থেকে আমরা কাজ করে যাব।
গতকাল সোমবার জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে বাংলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিশু-কিশোরদের অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন। তাই সোনার বাংলায় সোনার মানুষ গড়ে তুলতে খেলাঘরসহ আমাদের সবাইকে একযোগে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করা উচিত। এসময় খেলাঘর সংগঠকরা একাডেমীর পক্ষ থেকে সারাদেশে শিশুবান্ধব কর্মসূচি গ্রহণের দাবি জানান।
অনুষ্ঠানে খেলাঘরের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ডা. শাহদাত হোসেন নিপু, প্রণয় সাহা, শফিকুর রহমান শহীদ, আবদুল মান্নান, হান্নান চৌধুরী, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, মোস্তফা ইকবাল, সামিনা জাহান, মো. আদেল প্রমুখ।
বিষয়: #নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ জরুরি :





কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজার স্থিতিশীল
উত্তরায় অগ্নিকাণ্ডে মৃত্যের সংখ্যা বেড়ে ৬: গ্যাস লিকেজ থেকে সূত্রপাত ধারণা পুলিশের
জাতীয় পার্টিসহ ১৪ দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন: জুলাই ঐক্য
সুরকন্যা আহমাদ মায়া’র পিএইচডি ডিগ্রি লাভ
আনোয়ারা উদ্যান ডিএনসিসির কাছে হস্তান্তর করছে মেট্রোরেল কর্তৃপক্ষ
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’: আইকিউএয়ার
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি
শীতে ছিন্নমূল মানুষের পাশে স্বপ্ন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বারভিডার স্মরণ সভা ও দোয়া
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ 
