শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঢাকার শীর্ষ কলেজগুলোতে পাসের হার কত
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঢাকার শীর্ষ কলেজগুলোতে পাসের হার কত
৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার শীর্ষ কলেজগুলোতে পাসের হার কত

জ্যেষ্ঠ প্রতিবেদক

---

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এইচএসির ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে ঢাকার সেরা ১০ কলেজের মধ্যে ১ম স্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। এখানে মোট পরীক্ষার্থী ছিল ১৬৯৩ জন। পাস করেছে ১৬৯২ জন। পাসের হার ৯৯.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২১৮ জন।

২য় স্থানে রয়েছে মাইলস্টোন কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষার্থী ছিল ২৯৮১ জন, পাস করেছে ২৯৭৬ জন। পাসের হার ৯৯.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন।

৩য় স্থানে রয়েছে ঢাকা রেসিডিয়ান্সশিল মডেল কলেজে, পরীক্ষার্থী ছিল ১০১৬ জন। পাসের হার ৯৯.৮০ শতাংশ। আর প্রতিষ্ঠানটি মোট জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন।

৪র্থ স্থানে নটরডেম কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ৩২৩৯ জন এবং পাস করেছে ৩২২৬ জন। পাসের হার ৯৯.৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৫৪ জন।

৫ম স্থানে রয়েছে শহীদ বীর উত্তম এল টি আনোয়ার গালর্স কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ১২৮৬ জন, পাস করেছে ১২৭৯ জন। পাসের হার ৯৯.৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭৭ জন।

৬ষ্ঠ স্থানে রয়েছে ঢাকা কলেজ। প্রতিষ্ঠানটিতে মোট পরীক্ষার্থী ছিল ১৪৪২ জন। পাস করেছে ১২১৭ জন এবং পাসের হার ৯৮.৭৭ শতাংশ। এছাড়া ৮৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

৭ম স্থানে রয়েছে ঢাকা সিটি কলেজ। এখানে পরীক্ষার্থী ৩৪৪১ জন, পাস করেছে ৩৩৬৯ জন। পাসের হার ৯৭.৯১ শতাংশ।

৮ম স্থানে রয়েছে আদমজী ক্যান্টমেন্ট কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ২৩৬৭ জন, পাস করেছে ২৩১৫ জন। পাসের হার ৯৭.৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২২৯ জন।

৯ম স্থানে রয়েছে বিএএফ শাহিন কলেজ (কুর্মিটোলা)। প্রতিষ্ঠানটিতে পরীক্ষার্থী ছিল ১১৬৬ জন, পাস করেছে ১১৪০ জন। পাসের হার ৯৭.৭৭ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন।

১০ স্থানে রয়েছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এখানে পরীক্ষার্থী ছিল ১৭৭৮ জন যার মধ্যে পাস করেছে ১৭৭১ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ .৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়ছে ৮৭৪ জন।






আর্কাইভ