শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি
২ বার পঠিত
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

---

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল ৩টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচন হয়েছে ওএমআর পদ্ধতিতে। নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

এ বিষয়ে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫ অনুষদের ১৫টি ভোটকেন্দ্রে চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।






আর্কাইভ