শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চিনচেনা ঢাকার রাস্তা ফাঁকা
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চিনচেনা ঢাকার রাস্তা ফাঁকা
২৯ বার পঠিত
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিনচেনা ঢাকার রাস্তা ফাঁকা

নিজস্ব প্রতিবেদক

---

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলে ফাঁকা হয়ে গেছে ব্যস্ত শহর ঢাকা। আজও রাজধানীতে নেই চিরচেনা যানজট। চলাচলে ফিরেছে স্বস্তি। বাসেও নেই যাত্রীর চাপ, বাধাহীনভাবে গন্তব্যে ছুটে চলছে অটোরিকশা। শুক্রবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, শাহবাগ, মৎস্যভবন, প্রেসক্লাব, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ সব জায়গাতেই ছুটির স্পষ্ট প্রভাব রয়েছে।

যত্রতত্র গাড়ির সারি নেই, ট্রাফিক সিগন্যালে থেমে থাকার চাপ নেই, পথচারীদের ভিড়ও কম। বাসেগুলোতে যাত্রীর চাপ ছিল না। ফাঁকা সিট নিয়ে বাসগুলোকে স্ট্যান্ড ছাড়তে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, রাজধানী ট্রাফিক সিগন্যালগুলোতে আজ তেমন চাপ নেই। কোথাও দাঁড়াতে দেখা যায়নি। ম্যানুয়ালভাবে পরিচালিত ট্রাফিক সিগন্যালগুলো অনেকটাই ফাঁকা। ট্রাফিক পুলিশ স্বস্তিতে সড়কে পাশে বসে থাকতে দেখা যায়। তবে বিজয় স্মরণীসহ বেশ কয়েকটি জায়গায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চলতে দেখা যায়। কিন্তু সিগন্যালের কারণে তেমন যানজটও দেখা যায়নি।

যাত্রীরা জানান, বিভিন্ন সড়ক, টার্মিনাল, বাজার, এমনকি জনবহুল এলাকাগুলোতেও নেই সেই চিরচেনা ভিড়। শহরের গণপরিবহনগুলোতে যাত্রী সংখ্যা খুবই কম, অধিকাংশ বাসেই যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে, সব সময় ব্যস্তময় ঢাকার ধানমন্ডি সাত মসজিদ সড়কটিও ফাঁকা দেখা গেছে। এছাড়া মোহাম্মদপুরসহ রাজধানী ঢাকার অন্য সড়কগুলোতেও ছিলো একই চিত্র।






আর্কাইভ