শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মামলা
প্রচ্ছদ » আইন-আদালত » ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মামলা
৮৩ বার পঠিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

---

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরের দিকে শাহবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এতে আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক। জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।

ছুরিকাঘাতের ঘটনায় জালালকে হল থেকে বহিষ্কার করা হয়। প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে এই ঘোষণা দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে চলা বাগ্বিতণ্ডার জেরে জালাল তার রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন।

জানা যায়, চিকিৎসার জন্য রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে ঘটনার বিষয়ে তিনি বলেন, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালান। শব্দ করতে থাকেন। ফলে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি বলেন, সকালে তাঁকে লাইব্রেরিতে যেতে হবে। অযথা শব্দে তার ঘুমে সমস্যা হচ্ছে। এতে জালাল রেগে গিয়ে তাঁকে অবৈধ, বহিরাগত বলেন। তিনি প্রতিবাদ করলে তাকে আঘাত করেন জালাল। পরে তিনি কোনোক্রমে আত্মরক্ষা করেন।

এদিকে, জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে গতকাল রাতেই জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। তিনি আরও বলেন, আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।






আইন-আদালত এর আরও খবর

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু
রিজার্ভ চুরি: ৯২ বার পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ রিজার্ভ চুরি: ৯২ বার পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপ-আজমিনার রায় ২ ফেব্রুয়ারি প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপ-আজমিনার রায় ২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি
একই দিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা হাইকোর্টের একই দিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা হাইকোর্টের
স্ত্রীসহ সাবেক পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ স্ত্রীসহ সাবেক পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ওবায়দুল কাদেরসহ ৭ জনকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ওবায়দুল কাদেরসহ ৭ জনকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ
আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা
নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই মান্নার
বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

আর্কাইভ